চট্টগ্রামে ছাত্রী ‘ধর্ষণে’ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ এর একটি দল গতকাল মঙ্গলবার উপজেলার পশ্চিম চাম্বল মনকির চর মহলাপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মো. ফয়জুলাহ (২০) পশ্চিম চাম্বল আজিজিয়া কাশেমুল উলুম বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক। ধর্ষিত ছাত্রী ওই মাদ্রাসার ছাত্রী।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, প্রতিদিন বিকেলে মাদ্রাসা ছুটির পর মাদ্রাসাতেই ওই ছাত্রীসহ কয়েকজনকে প্রাইভেট পড়াতেন ফয়জুলাহ। ২৪ এপ্রিল ওই ছাত্রী ছাড়া অন্য ছাত্রীদের ছুটি দিয়ে দেয় ফয়জুলাহ। এরপর মাদ্রাসাতেই তাকে ধর্ষণ করে। ছাত্রীটি বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মাসহ পরিবারের অন্যরা এসে মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে।
র্যাব কর্মকর্তা মেহেদী হাসান জানান, ঘটনার পর বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। মাদ্রাসাটির পরিচালক ও ফয়জুলাহর নিকট আত্মীয় মাহমুদুলাহর মধ্যস্থতায় মেয়েটিকে ফয়জুলাহর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা হয়। এজন্য ২৫ ও ২৭ এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের উপস্থিতিতে দুই দফায় বৈঠক হয়।
এক পর্যায়ে ফয়জুলাহ এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ১ মে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। তখন আমরা ছায়া তদন্ত শুরু করি। মামলা হওয়ার পর ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ফয়জুলাহ নিজের বাড়িতে এসেছেন বলে সোমবার রাতে খবর পায় র্যাব। সে খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়, বলেন র্যাব-৭ এর অধিনায়ক।