January 22, 2025
জাতীয়

চট্টগ্রামে ঘরের মধ্যে বাবা-মেয়ের গলাকাটা লাশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নিজ বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়েসী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায় বলে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।

তিনি বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার  করে। তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *