December 26, 2024
জাতীয়

চট্টগ্রামে ক্লিনিক থেকে নবজাতক চুরি, ১৯ ঘণ্টা পরও সন্ধান মেলেনি

চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি ক্লিনিক থেকে একদিন বয়সী এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৮ আগস্ট) বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদনে এ ঘটনা ঘটে।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত চুরি হওয়া ওই নবজাতকের সন্ধান মেলেনি।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। আমরা ফুটেজ সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

ওই নবজাতক চট্টগ্রাম নগরীর আনোয়ারা উপজেলার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়।

নবজাতকের মামা রায়হান বলেন, শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। রোববার বিকেল ৩টার দিকে নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে আসেন। এরপর টিকা দেওয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যান।

পরে নিচতলায় গিয়ে নার্স ও শিশুটিকে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *