April 20, 2025
করোনাজাতীয়

চট্টগ্রামে করোনা জয় করে ফিরলেন আরও ২ জন

চট্টগ্রামে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২ জন। এদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন।শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এই দুই জনকে জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

সুস্থ হওয়া রোগীরা হলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফুল হক এবং নগরের দামপাড়া এলাকার শনাক্ত হওয়া প্রথম রোগী মুজিবুর রহমান।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব মাসুম বলেন, শুক্রবার আরও ২ জন করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর মধ্যে একজন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং অন্যজন চট্টগ্রামে প্রথম শনাক্ত হওয়া রোগী। এখন পর্যন্ত জেনারেল হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১২ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২০ এপ্রিল বিআইটিআইডি থেকে ২ জন এবং ২২, ২৩ ও ২৪ এপ্রিল জেনারেল হাসপাতাল থেকে যথাক্রমে ৫ জন,   ৩ জন ও ২ জন বাড়ি ফিরেছেন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *