December 22, 2024
জাতীয়লেটেস্ট

চট্টগ্রামে আ’লীগের মেয়র প্রার্থী রেজাউল বাগেরহাটে মিলন ও যশোরে শাহীন

দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলেন না বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, তার জায়গায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে প্রার্থী করছে ক্ষমতাসীন দল। এছাড়া যশোর-৬ আসনের উপ-নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

একই সাথে ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের ছেড়ে আসা ঢাকা-১০ আসনে উপ-নির্বাচনে নৌকার টিকেট পেলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। গাইবান্ধা-৩ আসনে কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ আসনে সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শাহদরা মান্নানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *