চট্টগ্রামে আচারের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামে আচারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মো. রানা (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেল জেলার সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে আচারের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণ করে রানা। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে উলেখ করা হয়, রোববার বিকেল ৩টার দিকে ফকিরহাট সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আমিারাবাদ এলাকায় মো. রানা নামের এক যুবক আচারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেয়। এরপর হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে অভিভাবকদের এ ঘটনা জানায় মেয়েটি।
সীতাকুণ্ড থানার এসআই সুজায়েত হোসেন বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী মামলা (নং-৫, তারিখ ০৫.০২.১৯ইং) দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।