চট্টগ্রামে আগুনে পুড়ল অ্যালুমিনিয়াম কারখানা
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরে বৈদ্যুতিক গোলোযোগ থেকে সৃষ্ট আগুনে একটি অ্যালুমিনিয়াম কারখানাসহ পাঁচটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
আগ্রাবাদ ফায়ার কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, আগুনে একটি অ্যালুমিনিয়াম কারখানা, একটি গোডাউন, দু’টি দোকান ও একটি সেলুন পুড়ে গেছে।
তিনি বলেন, ‘বৈদ্যুতিক গোলোযোগ থেকে ভোর ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরের চন্দনপুরা ফায়ার স্টেশনের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।’