December 22, 2024
জাতীয়

চট্টগ্রামের বাসায় নারীর লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রামের একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধারের পর স্বামীকে খুঁজছে পুলিশ। বন্দরনগরীর ব্যাংক কলোনির একটি বাসা থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ইপিজেড থানার ওসি নুরুল হুদা জানান।

পুলিশের ধারণা রোকসানা বেগম নামে ২৯ বছর বয়সী ওই নারীকে রোববার দিনের কোনো এক সময় শ্বাসরোধে হত্যা করার পর তার স্বামী দোলোয়ার হোসেন (৪০) পালিয়ে গেছেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, প্রায় ১২ বছর আগে দেলোয়ারের সঙ্গে রোকসানার বিয়ে হয়। বছর খানেক আগে দেলোয়ার আরেকটি বিয়ে করলে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

আগে চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করলেও দুই মাস আগে চাকরি ছেড়ে স্বামীর সঙ্গে বরিশালের বাবুগঞ্জে শ্বশুড়বাড়ি চলে যান রোকসানা।

সেই চাকরির বকেয়া পাওনা নিতে গত বৃহস্পতিবার স্বামীর সঙ্গে চট্টগ্রামে এসে ব্যাংক কলোনিতে ভাইয়ের বাসায় ওঠেন। রোববারই তাদের বরিশালে ফিরে যাওয়ার কথা ছিল।

ওসি নুরুল হুদা বলেন, রোকসানার ভাই গ্রামের বাড়িতে যাওয়ায় ঘটনার দিন বাসায় ছিলেন কেবল তার পোশাক শ্রমিক ভাবি। রোববার সকালে ভাবি কারখানায় কাজে যাওয়ার সময় রোকসানা ও তার স্বামীকে ঘরে রেখে যান।

সন্ধ্যার পর রোকসানার ভাবি বাসায় এসে বাইরে থেকে ছিটকিনি লাগানো দেখেন। দরজা খুলে বাসায় ঢুকে খাটের ওপর ননদ রোকসানকে শোয়া অবস্থায় দেখতে পান। ডাকাডাকিতে রোকসান সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের ডেকে আনেন তার ভাবি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে রোকসানার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় রোকসানার বোন বাদী হয়ে দেলোয়ারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *