চকবাজারে নিহতের ঘটনায় সংসদে শোক
দক্ষিণাঞ্চল ডেস্ক
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের জন্য শোক জানাতে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ হয়েছে। গতকাল রোববার বিকাল পৌনে ৫টায় সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে সংসদে গ্রহণ করা হয়। স্পিকার বলেন, ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ও মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
মহান জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সাথে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।
গত বুধবার রাতের ওই অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্পিকার শিরীন শারমিন রোববার হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।