January 20, 2025
আঞ্চলিক

ঘোষিত বাজেট উন্নয়নমুখী, গণমুখী ও ব্যবসাবান্ধব : খুলনা চেম্বার

 

খবর বিজ্ঞপ্তি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কর্তৃক ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, গণমুখী ও ব্যবসাবান্ধব বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ বাজেটকে সাধুবাদ জানান। এ বাজেট ঘোষণার জন্য খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক সহ পরিচালনা পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

এ বাজেট করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে। প্রস্তাবিত ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার এ বাজেট দেশের সুষম উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখবে। এ বাজেটে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত, প্রাথমিক শিক্ষা উন্নয়ন খাত, কৃষি খাত, যোগাযোগ খাত, সামাজিক নিরাপত্তা খাত, উন্নয়ন খাতে অধিক বরাদ্দ রাখায় এবং চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের দাম কমানোয় এ বাজেট সাধারণ মানুষের জীবন যাত্রা সহজীকরণ, দারিদ্র বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে খুলনা চেম্বারের সভাপতিসহ পরিচালনা পরিষদ আশাবাদ ব্যক্ত করেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত একগুচ্ছ প্রণোদনা এ বাজেটে প্রতিফলিত হয়েছে। খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পের কাজে আরও অধিক পরিমাণ অর্থ বরাদ্দপূর্বক প্রকল্পের কাজ দ্রæত সম্পন্ন করে বিমান বন্দরটি যথাশীঘ্রই চালু করার জোর দাবি জানানো হয়।

খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলে সুপার সাইক্লোন আম্ফান এর কারণে ভেড়ীবাধ ভেঙ্গে মাছ, ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতিগ্রস্থ ভেড়ীবাধ ও রাস্তাঘাটসমূহ মেরামতের জন্য এ বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ জোর দাবি জানান।

এতদাঞ্চলের মাছ, পাট, আমদানীকারক-রপ্তানীকারক সহ মাঝারী, ক্ষুদ্র ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতির সম্মূখীন হয়েছেন এবং হচ্ছেন। এ বাজেটে এতদাঞ্চলের ব্যবসায়ীদের যথাযথ সহায়তা প্রদান করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হলে ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ আশাবাদ ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য যে, করমুক্ত আয়ের সীমা তিন লক্ষ টাকা করায় খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *