December 21, 2024
আঞ্চলিক

ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত ১৫ শত পরিবারকে উত্তরণের সহায়তা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত ১৫শত পরিবারকে সহায়তা প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ।  ৪ দিনব্যাপি চলমান উক্ত সহায়তা প্রদান কার্যক্রম গত রবিবার সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা ও খুলনা জেলার ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন রক্ষা সহায়তা প্রকল্পের আওতায় স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকে এইডের সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্র²রাজপুর ইউনিয়নের ৫শত পরিবার, আশাশুনী উপজেলায় আনুলিয়া, প্রতাপনগর, শ্রীউলা ও খাজরা ইউনিয়নে ৭ শত এবং খুলনার পাইকগাছা উপজেলার শোলাদানা ও গড়–ইখালী ইউনিয়নের ৩ শত পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ ৪ হাজার ৫শত করে টাকা ও হাইজিন কিটস্ বিতরণ করা হয়। যা দিয়ে অংশগ্রহণকারীরা তাদের জরুরী প্রয়োজন মেটাতে সক্ষম। স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ যারা সহায়তা পেয়েছেন তারা উত্তরণ, স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকে এইড কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অংশগ্রহণকারী উপকারভোগি ছাড়াও উক্ত সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা হরিদাস মালাকার, জাহিন শাম্স সাক্ষর, শম্ভূচরণ চৌধুরী, হাসিনা পারভীন, জাহিদ আমিন শাশ^ত, বৃষ্টি ঝরা বিপ্লব, দিলীপ সানা, নাজমুল বাশার, মোঃ তবিবুর রহমান, পার্থ কুমার দে, নাজমা আক্তার, শিমুল শীল, রুসায়েদ উল্লাহ, আব্দুর রাজ্জাক, হেদায়েত উল্লাহ মুকুল, কবির হোসেন, এনামুল হক, মনিরুজ্জামান, এসএম চাতক, বৃষ্টি খাতুন প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *