ঘূর্ণিঝড়ে জন্ম নেওয়া শিশু বুলবুলিকে সহায়তা দিলেন ইউএনও
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবার ঘূর্ণিঝড় বুলবুলে জন্ম নেওয়া শিশু বুলবুলিকে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। তিনি মঙ্গলবার দুপুরে বুলবুলি ও তার মায়ের হাতে ১৬ পিস ঢেউটিন ও ৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর ভোর রাতে অত্র এলাকায় আঘাতহানে ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়ের পূর্বাভাস পেয়ে উপজেলার সোলাদানা সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয় শিবসা নদীর পাড়ের সন্তান সম্ভাবা হতদরিদ্র রাবেয়া বেগম। ঝড়ের মধ্যেই রাবেয়ার গর্ভে জন্ম নেয় ফুটফুটে কন্যা শিশু। ঘূর্ণিঝড়ের সময় জন্ম নেওয়ায় পরিবারের সবাই তার নাম দেয় বুলবুলি। এ খবর পেয়ে বুলবুলিকে দেখতে বিভিন্ন উপহার সামগ্রী ও নগদ অর্থ নিয়ে রাবেয়ার বাড়ীতে ছুটে যান ইউএনও জুলিয়া সুকায়না। এ সময় রাবেয়ার ছিদ্র, জরাজীর্ণ টিনের ঘর দেখে ইউএনও বুলবুলির জন্য ঘরটি মেরামতের প্রতিশ্রæতি দেন।