ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সিপিবির সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় আমফানে কয়রার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী, বটিয়াঘাটার জলমা এবং খুলনা মহানগরীর ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগরের উদ্যেগে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বেদকাশীতে সিপিবি’র স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এবং জলমা ও মহানগরী এলাকায় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন এবং বটিয়াঘাটার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেনÑআমফান সংক্রান্ত সিপিবি খুলনার কন্ট্রোল টিমের সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন ও মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, মহানগর নেতা মুক্তিযোদ্ধা নিতাই পাল, বটিয়াঘাটা উপজেলা সভাপতি সমীরণ গোলদার প্রমুখ নেতৃবৃন্দ। এর পূর্বে পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।