ঘূর্ণঝড়ে নিহতদের পরিবারের পাশে বিএনপি
খবর বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে নিহত দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের আলমগীর হোসেন (৪০) এবং রূপসা উপজেলার দেবীপুর গ্রামের আব্দুর রহমানের (৯০) পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন খুলনা বিএনপি নেতারা।
গতকাল সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে প্রথমে তারা নিহত আলমগীরের বাড়িতে যান। তারা শোকাহত পরিবারের সদস্যদের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং শান্তনা দেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সেই সাথে ধৈর্য্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। এরপর বিএনপি নেতারা রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে আসেন এবং গাছ উপড়ে নিহত আব্দুর রহমানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, মোল্লা খায়রুল ইসলাম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মোল্লা সাইফুর রহমান, শরীফ মোজাম্মেল হোসেন, রাহাত আলী লাচ্চু, এ টি এম মোশারফ হোসেন, শামসুল বারিক পান্না, মনির মোল্লা, আসাদুজ্জামান, মোঃ মোসলেম, মাসুম গাজী, আবু ওহিদ, ডাঃ হাফিজুর রহমান, আবু হানিফ, মুরাদ, জাকির মোল্লা, মিঠু মোল্লা, কুদরতে ইলাহী স্পীকার, ফারুক, নাসিম, লিয়াকত, মোহাম্মদ, রবিউল লিটন, মহিউদ্দিন শেখ, বসির হায়দার পল্টু, শেখ ইলিয়াস হোসেন, অমিরুল ইসলাম তারেক, মাসুম বিল্লাহ, ফিরোজ মীর, ফিরোজ মেম্বার, শেখ আবু সাঈদ, ইসরাইল বাবু প্রমুখ।