December 23, 2024
জাতীয়

ঘুষ নেওয়ার মামলায় নাজমুল হুদাকে দুদকে তলব

দক্ষিণাঞ্চল ডেস্ক
ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। আগামী ২৭ ফেব্র“য়ারি সকাল ১০টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার এ-সংক্রান্ত নোটিশ নাজমুল হুদাকে পৌঁছে দেওয়া হয়েছে।
যমুনা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ছয় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৮ সালের ১৮ জুন নাজমুল হুদার বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়। মামলার বাদী দুদক উপপরিচালক বেলাল হোসেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *