‘ঘুষের’ পৌনে ২ কোটি টাকাসহ প্রকল্প কর্মকর্তা আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার অফিস ও বাসা থেকে অভিযান চালিয়ে প্রায় পৌনে ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান।’ অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।