January 22, 2025
জাতীয়

ঘুষের টাকাসহ গ্রেপ্তার ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মী

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের এক কর্মচারীকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। গতকাল সোমবার ওই কার্যালয়ের অফিস সহায়ক মো. আতিকুল ইসলামকে ঘুষের ২১ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থানীয় একটি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হজের জন্য পাসপোর্ট করতে নির্ধারিত ফরম পূরণ করে টাকা জমা দেওয়ার চালান, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ওই পাসপোর্ট অফিসে জমা দেন।

কাগজপত্র জমা দেওয়ার পরই এই অফিসের এক অফিস সহকারী শিক্ষকের কাছে ঘুষ দাবি করেন। কিন্তু তিনি ঘুষ দিতে অপরাগতা জানিয়ে একই অফিসের আরেক অফিস সহায়ক আতিকুল ইসলামকে পাসপোর্ট করে দেওয়ার অনুরোধ জানান।

আতিকুলও আগের কর্মচারীর মত ওই শিক্ষকের কাছে ঘুষ দাবি করেন জানিয়ে প্রণব বলেন, বেশি বিরক্ত করলে পাসপোর্টই পাবেন না তিনি। পরে শিক্ষক বাধ্য হয়েই ঘুষ দিতে সম্মত হন এবং বিষয়টি দুদককে অবহিত করলে পাসপোর্ট কর্মচারী আতিকুলকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়।

এরপর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরে সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশের নেতৃত্বে একটি দল ওই শিক্ষকের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় তিন হাজার টাকাসহ আতিকুলকে গ্রেপ্তার করে।

এরপর আতিকুলের দেহ তল­াশি করে বিভিন্নজনের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া আরও ১৮ হাজার জব্দ করা হয় বলে জানান দুদক কর্মকর্তা প্রণব কুমার। এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরে একটি মামলা করেছেন বলে জানান তিনি।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *