ঘাতক দালাল নির্মূল কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকালীন দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনর বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম।
গতকাল শুক্রবার বেলা ১১টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশঃ সমকালীন মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি বিরোধী অভিযান শীর্ষক এক মতবিনিময় ও করনীয় নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সা¤প্রতিক সময়ে মাছরাঙ্গা টিভিতে প্রচারিত খুলনা জেলা পরিষদ দুর্নীতির বিষয়ে দৃষ্টি আবর্তন করে। এ জাতীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিদ্যমান দুর্নীতি নির্মুলে সরকারকে উদ্যোগী হতে আহবান জানান। সভায় দুর্নীতির বিরুদ্ধে সরকার প্রধান শেখ হাসিনার জিরো টলারেন্স সার্থক করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভায় বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির আব্দুল হালিম, শেখ মফিদুল ইসলাম, হুমায়ুন কবির ববি, শাহীন জামাল পন, মহেন্দ্রনাথ সেন, মোঃ সাইফুল ইসলাম, রাসেল প্রমুখ।