July 3, 2025
খেলাধুলা

ঘাতক চালককে ক্ষমা করে দিলেন ইমরুল কায়েস

গত ১৯ এপ্রিল জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েস তার বাবাকে হারিয়েছেন। ২৩ মার্চ মেহেরপুরে কাথুলী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তার বাবা বনি আমিন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুলের বাবা। দূর্ঘটনায় বাবাকে হারালেও সেই ঘাতক চালক ও সহযোগীকে ক্ষমা করে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ইমরুল কায়েস।

বৃহস্পতিবার (২৮ মে) ঘাতক চালকদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন ইমরুল নিজেই।

চালক ও সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় ধরে নিয়ে গিয়েছিল। পরে ইমরুল থানায় ফোন দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে পুলিশ তাদের ছেড়ে দেয়।

ইমরুল বলেন, ‘আমার বাবাকে আমি হারিয়েছি। তো চিন্তা করে দেখলাম ওদেরকে বিপদে ফেললে তো আমি আমার বাবাকে ফিরে পাবো না। শুধু শুধু থানা-পুলিশের ঝামেলা করে কি লাভ। পাশাপাশি তাদের পরিবারের কথা চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম যে, ওরা গরিব মানুষ, ওদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলে আমার তো কিছু হবে না আর আমি শান্তিও পাবো না। আমার বাবা তো আর ফিরে আসবে না। তাই সবকিছু চিন্তা করেই ওদেরকে ক্ষমা করে দিয়েছি। পুলিশ ওই গাড়িটি আটক করেছিল। ড্রাইভার, সহযোগীকেও গ্রেপ্তার করেছিল। তাদের শাস্তি দিলে তো তারা ক্ষতিগ্রস্থ হবে। এসব চিন্তা করেই এসপিকে ফোন দিয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *