ঘরে বসে যারা ট্রল করেন তাদের প্রতি আমাদের করুণা হয় : সফিকুর রহমান পলাশ
দ. প্রতিবেদক : যারা ঘরে বসে গুটিকয়েক বুদ্ধিহীন মানুষের সাথে সমগ্র রাজনীতি এবং রাজনীতিবিদদের মেলান, সমালোচনা করেন, ট্রল করেন তখন নিশ্চয়ই তাদের প্রতি আমাদের বড় করুনা হয় বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ।
আজ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
দক্ষিণাঞ্চল প্রতিদিনের পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘হ্যা আমি একজন রাজনৈতিক কর্মী আমি মানুষের কাছে যাই, তাদের সহযোগীতা করি, তাদের সাথে ছবিও তুলি ।
আমাদেরও পরিবার আছে দেশের এই ক্রান্তিকালে আমরা যখন ঘর থেকে বের হই আমাদের পরিবার উৎকন্ঠায় থাকে ।যখন ঘরে ফিরি নিজেকে সন্দেহ হয় নিজের ছোট আদরের সন্তানকেও কোলে তুলে নিতে ভয় পাই ।
ছাত্রলীগ কৃষকদের সাথে থেকে তাদের জমির ধান কেঁটে দেয়।
যুবলীগের একজন সাধারণ কর্মী তার একমাত্র সম্বল পরম স্নেহে পালন করা গোয়ালের গরু জবাই দিয়ে অনাহারী মানুষের মাঝে বিলিয়ে দেন ।
কিন্ত যারা ঘরে বসে গুটিকয়েক বুদ্ধিহীন মানুষের সাথে সমগ্র রাজনীতি এবং রাজনীতিবিদদের মেলান সমালোচনা করেন ট্রল করেন তখন নিশ্চয়ই তাদের প্রতি আমাদের বড় করুণা হয়।’