ঘরে আগুনে ছয় মাসের শিশুর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছে ছয় মাসের একটি মেয়ে শিশু। শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে বৌদ্ধ মন্দিরের কাছে একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির নাম সুপ্রভা বড়ুয়া।
জঙ্গল সলিমপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের বৌদ্ধ মন্দিরের পাশে একটি বাড়িতে চার শিশু সন্তান নিয়ে থাকেন প্রবাসীর স্ত্রী সুমি বড়ুয়া। তিনি সকালে পাহাড় থেকে নিচে বাজার করতে নামলে রান্নার চুলা থেকে ঘরে আগুন লাগে। আশপাশের লোকজন গিয়ে দ্রæত আগুন নেভালেও ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা ছয় মাস বয়সী শিশুটি মারা যায়।