ঘরের মাঠে ভারত, আফগানদের বিপক্ষে টেস্টের সূচি দিল অজিরা
করোনা ভাইরাসের কারণে পুরো ক্রিকেট বিশ্ব থমকে গেছে। তবে কিছু কিছু অঞ্চলে সংক্রমণ কমতে থাকায় ফের আশার আলো দেখতে শুরু করেছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। এই যেমন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ২০২০-২১ গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করে দিয়েছে। যেখানে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দিন-তারিখ ঠিক করে দিয়েছে তারা।
তবে এসব সিরিজে আয়োজনে এখনও যদি, কিন্তুর ওপর নির্ভর করছে। কেননা কোভিড-১৯ পরিস্থিতি ভবিষ্যতে কিভাবে গড়ায় তার ওপরও তাকিয়ে থাকতে হবে।
সূচি অনুযায়ী আগামী ২১ থেকে ২৫ নভেম্বর পার্থ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে অজিরা। ম্যাচটি আবার দিবা-রাত্রির হবে।
আর বর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৩ ডিসেম্বর (ব্রিসবেন), দ্বিতীয় টেস্ট ১১ ডিসেম্বর (অ্যাডিলেড, দিবা-রাত্রি), তৃতীয় টেস্ট ২৬ ডিসেম্বর (মেলবোর্ন), চতুর্থ টেস্ট ৩ জানুয়ারিতে (সিডনি) খেলবে। অ্যাডিলেড টেস্টের ম্যাচটি হলে ভারত প্রথমবার বিদেশের মাটিতে ফ্লাড লাইটের নিচে গোলাপি বলে খেলবে।
এদিকে ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সুরক্ষা বলয় তৈরি করে ক্রিকেট আয়োজন করতে চাইছে, অস্ট্রেলিয়াও সে পথে হাঁটতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল। সুরক্ষা বলয়— অর্থাৎ একটা বা দুটো টেস্ট কেন্দ্রকে আলাদা ভেন্যু বেছে নেওয়া। যেখানে মাঠের মধ্যেই হোটেল থাকবে। স্বাস্থ্য পরীক্ষা করার পরে ক্রিকেটারদের সেখানে কোয়ারেন্টিনে রাখা হবে, ফলে মাঠে যেতে সমস্যা হবে না। একটা সময় শোনা যাচ্ছিল ভারতের অস্ট্রেলিয়া সফরেও সে রকম সুরক্ষা বলয়ের ব্যবস্থা হতে পারে। কিন্তু আপাতত যা খবর, সে রকম কিছু হচ্ছে না।