January 20, 2025
জাতীয়লেটেস্ট

গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হলো ভিপি নুরকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রেফতারের ঘণ্টাখানেকের মধ্যেই ছেড়ে দিয়েছে পুলিশ। তার সঙ্গে গ্রেফতার করা অন্যদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রাত পৌনে ৯টার দিকে রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করার সময় তাকে গ্রেফতার করা হয়। ওই মিছিল থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এরও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরকে আসামি করা হয়। মূলত ওই মামলার প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিলে নেমেছিলেন।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, বিক্ষোভ মিছিলের সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ভিপি নুরসহ দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *