গ্রেপ্তার বন্ধ না হলে রাস্তায় নামব: রিজভী
সরকারের দমনপীড়ন বন্ধ না হলে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের নবম শ্রেণির ছাত্রী হীরা মনিকে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “বিরোধী দল, বিরোধী মত, বিরোধী চিন্তার মানুষকে যেকোনো মুহূর্তে… এই যে এখানে মানববন্ধন শেষ হলে আমাদের ছাত্রদলের কোন ছেলেকে যে গ্রেপ্তার করবে, কাকে যে গুম করবে সেটা আমরা বলতে পারি না।”
রিজভী বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আপনি করোনার মধ্যেও ছাত্রদলের ছেলেদের গ্রেপ্তার করেন, যুবদলের ছেলেদের গ্রেপ্তার করেন আমরাও বসে থাকব না। আসুক আমাদের ওপর করোনার ঝড়, আমরা সবকিছু মনে নিয়েও রাস্তায় তুমুল আন্দোলন করব।
“যদি মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের জন্য সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ রাস্তায় নামতে পারে আমরাও করোনা উপেক্ষা করে রাস্তায় নামব এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে।”
যশোরে গুম হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনের সন্ধান এবং কুমিল্লার ছাত্রদল নেতা পারভেজ হোসেন, ও লক্ষ্মীপুরে পালের হাটে পাবলিক হাই স্কুলের ছাত্রী হীরা মনিকে হত্যার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবিও জানান রিজভী।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেপ্তার মানিকগঞ্জের সাটুরিয়ার ছাত্রদল নেত্রী রাহা মাহমুদা পলির মুক্তিরও দাবি জানান তিনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন হয়।
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “একাত্তর শতাংশ হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা সামগ্রীর অভাবে চিকিৎসা দেয়া যায়নি। অধিকাংশ হাসপাতালের নার্সদের করোনা মোকাবেলার প্রশিক্ষণ নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে করোনা আক্রান্তদের পরীক্ষা সবচাইতে কম।
“এই করোনা নিয়েও আমরা দেখলাম মাস্ক ও অন্যান্য সামগ্রী ক্রয়ে কী দুর্নীতি হয়েছে! মন্ত্রীর ছেলেরা জড়িত, আওয়ামী লীগের ছেলেরা জড়িত। যেখানে দুর্নীতির পরিমণ্ডল রচিত হয় সেখানে কী করে করোনার মতো বিশ্ব মহামারীকে ঠেকাবেন প্রধানমন্ত্রী তার দিকে কোনো ইচ্ছা নেই। কেউ যেন কথা বলতে না পারে, কেউ যেন ফেইসবুকে প্রমাণপত্র ট্যাগ করতে না পারে সেজন্য তৎপর তার সরকার। কিন্তু কোথায় কত রোগীর করোনা শনাক্ত করতে হবে, পরীক্ষার কিট নিতে হবে, সেগুলোর যন্ত্রপাতি আনতে হবে সেদিকে তাদের খেয়াল নেই।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন কর্মসূচিতে বক্তব্য দেন।