November 27, 2024
আঞ্চলিক

গ্রেনেড হামলাকারীরাই পূজামণ্ডপে কোরআন রেখে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিলো

 

খুলনায় আলোচনা সভায় মাওলানা ইসমাইল

 

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেছেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিল তারাই পূজামÐপে পবিত্র কোরআন রেখে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছিলো। এটা এখন স্পষ্ট যে আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্যই ওই গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

গতকাল আজ শনিবার খুলনা প্রেসক্লাবে সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয় কি? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সার্বিক পরিস্থিতিকে বিবেচনায় রেখে মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেনের কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, অনতিবিলম্বে এসব বিএনপি-জামায়াতের নেতাকর্মী এবং তাদের দোসরদের গ্রেফতারের আওতায় আনতে হবে। মসজিদ, মন্দির, পূজামÐপ, ঈদগাহ এরূপ ধর্মীয় উপাসনালয় গুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মাওঃ মুফতি ইলিয়াস হোসেন, প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুফতি মোস্তফা চৌধুরী (প্রেসিডিয়াম সদস্য), আলহাজ্ব মোঃ শাহিন খান (প্রেসিডিয়াম সদস্য), মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আবুল খায়ের জাকারিয়া, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন কাশেমি, মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মোহাম্মদ রফিকুর রহমান, ক্বারী মোহাম্মদ ইমদাতসহ শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *