গ্রীন লীফ কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্তদের সনদপ্রদান ও সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
গত বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রীন লীফ ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন, খুলনা কর্তৃক প্রদত্ত অত্র স্কুলের বৃত্তিপ্রাপ্তদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ জেসমিন নাহার লাকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিববাহিনী খুলনা অঞ্চলের ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এম জিয়াউল ইসলাম ও ব্যাংকার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন, খুলনার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন, খুলনার সদস্য মোঃ তৌহিদুজ্জামান, স্কুলের সহকারী শিক্ষক সালাউদ্দিন, ইন্দ্রানি সাহা, সুজিত মণ্ডল, পারভীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ।