গ্রিড উপকেন্দ্রে ফের অগ্নিকাণ্ড, ময়মনসিংহ বিদ্যুৎহীন
ময়মনসিংহের কেওয়াটখালীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) উপকেন্দ্রে দুই দিনের মাথায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের পর থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
“আজ আগুন লেগেছিল ৩৩ কেভি উপকেন্দ্রের সার্কিট ব্রেকারে। তবে তা মঙ্গলবারের মত বড় হতে পারেনি, তার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে।”
এর আগে গত মঙ্গলবার দুপুরে কেওয়াটখালিতে ওই গ্রিড উপকেন্দ্রের ‘মার্শেলিং বোর্ড ওভারহিটেড’ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সেদিনের অগ্নিকাণ্ডে গ্রিডের পাওয়ার ট্রান্সফরমার, ৩৩ কেভি সার্কিট ব্রেকার, কারেন্ট ট্রান্সফরমার-সিটি, আইসোলেটর, কন্ট্রোল সার্কিট সিস্টেমসহ প্যানেল বোর্ড পুড়ে যায়।
ওই পরিস্থিতিতে পিডিবির ময়মনসিংহ অঞ্চলের চার জেলার সাড়ে ১০ লাখ গ্রাহকের মধ্যে সাড়ে ছয় লাখ গ্রাহক কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন থাকেন।
প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, “আজও অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় আধা ঘণ্টা পর সরবরাহ শুরু হলেও ময়মনসিংহ জেলায় এখনও বন্ধ রয়েছে।”
তিনি জানান, পুড়ে যাওয়া সার্কিট ব্রেকার বদলে নতুন সার্কিট ব্রেকার বসানোর কাজ চলছে। সেই কাজ শেষ হলে ময়মনসিংহ জেলায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
মঙ্গলবারের অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস ও পিজিসিবি। কোনো তদন্ত প্রতিবেদনই এখনও জমা পড়েনি।