January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

গ্রহণযোগ্যতা যাচাই করে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী দেওয়া হবে : শেখ তন্ময়

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর প্রতীক নৌকা, আমার প্রতীক নৌকা, আপনারাও সবাই নৌকার প্রার্থীকে ভোট দিবেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ নির্বাচন) এ গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতাকর্মীকে বাছাই করেই নৌকার প্রার্থী দেওয়া হবে। এ কারণে আপনারা যাকেই নৌকার প্রার্থী হিসেবে পাবেন তাকেই ভোট দিবেন।
কচুয়া উপজেলার মাদারতলা মোড়ে শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত পথসভায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এ কথাগুলো বলেন। গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেখ রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহাদ হায়দার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন এমপি’র ব্যক্তিগত সহকারি মোঃ ফিরোজুল ইসলাম, শেখ তন্ময় এমপি’র একান্ত সহকারি এইচ এম শাহীন, এ্যাডঃ এসএম চয়ন আহম্মেদ, শিকদার কামরুল হাসান কচি, মোঃ ফিরোজ আহম্মেদ, নাজমা সরোয়ার, সেখ মনিরুজ্জামান ঝুমুর, দিদার সুজন, সেখ নাসির উদ্দিন, মোঃ মেহেদী হোসেন, খান সহিদুল ইসলাম, সেখ সাজ্জাদুল ইসলাম সুমন, মোঃ সহিদুল ইসলাম কাজী, হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, মিরাজুল ইসলাম সজিব, মাসুম গাজী, সেখ শাকিল, সেখ আলামিন, নোমান কাজী, মোঃ রিপন শিকদার, মোঃ রুহুল সেখসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *