গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনা বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
গ্যাসের অযৌক্তির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১১টায় খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে নগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান বিএনপি ও অঙ্গদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন।