গ্যাসের মূল্যবৃদ্ধিতে তীব্র নিন্দা ওয়ার্কার্স পার্টি’র
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগণের মতামতকে তোয়াক্কা না করে, সংসদকে পাশ কাটিয়ে তিতাসের দুর্নীতিকে জায়েজ করতেই অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। নেতৃবৃন্দ জনগণের স্বার্থে অবিলম্বে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার জোর দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি কমরেড শেখ সাহিদুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড এড. মিনা মিজানুর রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আনসার আলী মোল্লা, কমরেড মোজাম্মেল হক, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড গাজী নওশের আলী, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড সন্দীপন রায়, কমরেড মনির আহমেদ, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড মোঃ খলিলুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।