গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পকেট ভারি করতেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। সোয়া পাঁচ লক্ষ কোটি টাকার বাজেটের ঘাটতি মেটাতে সরকারকে এরপর বিদ্যুতের দাম বাড়াতে হবে। পানির দাম বাড়াতে হবে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়ে সামাজিক অস্থিরতা ও বৈষম্য তৈরি হবে।
গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা যৌথ ভাবে এ কর্মসূচির আয়োজন করে। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার একাধিক থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশ চলাকালে দফায় দফায় মুষলধারে বৃষ্টি নামলে উপস্থিত নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে শ্লোগানে শ্লোগানে সমগ্র এলাকা মুখরিত করে রাখে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহববু কায়সার, কামরুজ্জামান টুকু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দীপু, শফিকুল আলম তুহিন, শাহিনুল ইসলাম পাখী, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, জালু মিয়া, সাদিকুর রহমান সবুজ, খায়রুল ইসলাম খান জনি, ইউসুফ হারুন মজনু, সেলিম সরদার, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, সাজ্জাদ আহসান পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, রফিকুল ইসলাম বাবু, সাইফুল ইসলাম সান্টু, নিয়াজ আহমেদ তুহিন, গাজী আব্দুল হালিম, জাকির হোসেন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাফিজুর রহমান মনি প্রমুখ।