গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে যুব ইউনিয়নের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন গতকার বুধবার বিকেল ৪:৩০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, জাপা নেতা শাহ্ মোঃ লায়েক উল্লাহ, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, আসক-এর বিভাগীয় সভাপতি এম এ কাশেম, টিইউসি’র জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, টিইউসি নেতা কামরুল ইসলাম খোকন, সচেতন নাগরিক কমিটির শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, যুব ইউনিয়নের জেলা সহ-সভাপতি ধীমান বিশ্বাস, এড. আজরফ হোসেন মামুন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নিতিশ রায়, বাদল রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি উত্তম রায়, ছাত্র ইউনিয়ন নেতা সৌমিত্র সৌরভ, মিঠুন মণ্ডল, শিমুল ঘোষ প্রমুখ। গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান হয়।