গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১০৫ সে.মি. উপরে
উজান থেকে আসা ঢলে প্রতিদিনই বাড়ছে ফরিদপুরের নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে শনিবার (১৮ জুলাই) বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরই মধ্যে জেলা সদর থেকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার যাওয়ার সড়কের কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত হয়ে ফরিদপুর শহরের দিকে পানি ঢুকতে শুরু করেছে। বন্যায় গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন পানিবন্দি মানুষজন।
জেলা সদরের নর্থ চ্যানেল, ডিক্রির চর, আলীয়াবাদ ইউনিয়নসহ চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে। ফলে গবাদিপশু নিয়ে রাস্তার পাশে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন পানিবন্দি প্রায় ১৫ হাজার পরিবার।
বিষয়গুলো নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার বলেন, দুগর্তদের মধ্যে শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।