January 20, 2025
খেলাধুলা

গোল্ডেন বুটের দৌড়ে রোনালদোর পর লেভাকে টপকে গেলেন সিরো

চলতি মৌসুমের সিরি’আ লিগের সেরা গোলদাতার পুরস্কার সিরো ইম্মোবিলের হাতে উঠছে তা নিশ্চিত। এবার ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও লাৎসিও’র ইতালিয়ান স্ট্রাইকার পেছনে ফেলেছেন রবার্ট লেভানডভস্কিকে।

২০১৯/২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতানোর পথে ৩৫ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতাদের তালিকায় সবার উপরে ছিলেন লেভা। ইতালিয়ান লিগে ব্রেসিয়ার বিপক্ষে লাৎসিওর ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৮২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে বাভারিয়ানদের পোলিশ স্ট্রাইকারকে পেছনে ফেলেছেন সিরো।

৩৬ গোল নিয়ে এখন সবার শীর্ষে তিনি। হাতে পাচ্ছেন আরেকটি ম্যাচ। মৌসুমের শেষ ম্যাচে নাপোলির মুখোমুখি হবে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকা লাৎসিও।

এর আগে সিরি’আ লিগে শীর্ষ গোলদাতাদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন ৩০ বছর বয়সী তারকা। ৩১ গোল নিয়ে দুইয়ে আছেন জুভেন্টাসের পর্তুগিজ ‍উইঙ্গার। রোনালদোও হাতে পাচ্ছেন আরেকটি ম্যাচ। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন জুভরা লিগে শেষ ম্যাচ খেলবে রোমার বিপক্ষে।

তবে নিজেদের ৩৭তম ম্যাচে এসে কালিয়ারির বিপক্ষে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। তুরিনের বুড়িরা এর আগের ম্যাচে একই ব্যবধানে হেরেছিল সাম্পোদোরিয়ার বিপক্ষে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *