গোপালগঞ্জে মাটিকাটার যন্ত্রের চাপায় অপারেটর নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক থেকে মাটি কাটার যন্ত্র নামাতে গিয়ে তার নিচে চাপা পড়ে অপারেটর নিহত হয়েছেন। নিহত তুহিন মণ্ডল (২৭) পাবনার পাইককান্দি কাজীরহাট এলাকার সাইজউদ্দিন মণ্ডলের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুলাহ আল মামুন বিশ্বাস জানান, পাবনা থেকে ট্রাকে করে একটি মাটি কাটার যন্ত্র মুকসুদপুর উপজেলার আইকদিয়া এলাকায় আনা হয়। বৃহস্পতিবার রাতে তুহিন ওই যন্ত্রটি চালিয়ে ট্রাক থেকে নিচে নামাচ্ছিলেন। এ সময় যন্ত্রটি পড়ে গেলে তার নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।