গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস খাদে পড়ে এক ব্যাংক কর্মকর্তা ও এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খানারপাড় এলাকার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই সিরাজুল ইসলাম জানান।
নিহতরা হলেন- সদরের সুলতানশাহী গ্রামের আব্দুল মাজেদ মোলার ছেলে বেসিক ব্যাংক কোটালীপাড়া শাখার সিনিয়র কর্মকর্তা (ক্যাশ) নুরুল ইসলাম (৪০) ও কোটালীপাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের শহীদ মোলার মেয়ে মোমেনা বেগম (২৫)। আহতদের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে; বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই বলেন, বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।