গোপালগঞ্জে প্রবাসীর মেয়েকে ধর্ষণের অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপেজেলায় এক ওমান প্রবাসীর ছয় বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। টুঙ্গিপাড়া থানার ওসি একেএম এনামুল কবীর জানান, উপজেলার বর্ণি গ্রামের হাসেম ফকিরের ছেলে মিল্টন ফকিরের বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন। ঘটনার পর থেকে মিল্টন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শিশুটিকে গোপালগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
শিশুর মা বলেন, তার স্বামী ওমান প্রবাসী। মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি থাকেন। বৃহস্পতিবার ইফতার শেষে আমি পাশের বাড়িতে পানি আনতে যাই। এ সময় মেয়ে উঠানে বসে খেলা করছিল। তখন বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রতিবেশী মিল্টন মেয়েকে ফুঁসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় বলে তিনি জানান। ওসি কবীর বলেন, পুলিশ অভিযোগ পেয়েছে। মিল্টন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।