গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ৪ টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন খোকন মন্ডলের মেয়ে শশি মন্ডল (৩) ও বিপুল মন্ডলের মেয়ে শ্রীজা মন্ডল (৩)। একই সাথে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আবুল বশার জানান, রবিবার দুপুরের দিকে দুই চাচাতো বোন বাড়ির উঠানে খেলা করছিলো। বেলা ৩ টার দিকে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পাননি।
পরে বিকেল সাড়ে ৪ টার দিকে প্রতিবেশী স্বপন মন্ডলের পরিত্যক্ত পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পরিবারের লোকজন ওই দুই শিশুর মতদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এ ঘটনার পরপরই এলাকাবাসী নিহত দুই শিশুর বাড়ীতে গিয়ে ভীড় করে। তারা নিহত শিশুদের পরিবারের সদস্যদের শান্তনা দেয়।