গোপালগঞ্জে দপ্তরির বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে। কাশিয়ানী উপজেলার ২২ নম্বর চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শ্রীধাম বালার বিরুদ্ধে এ অভিযোগ তোলে ওই বিদ্যালয়ের ছাত্রী। শ্রীধাম উপজেলার চাপ্তা গ্রামের মৃত ভোলানাথ বালার ছেলে।
এ ঘটনায় অভিভাবক, ম্যানেজিং কমিটি, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা, ম্যানেজিং কমিটি এবং স্থানীয়রা পৃথকভাবে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গত রোববার (১৯ জানুয়ারি) ওই ছাত্রী স্কুলে গেলে শ্রীধাম অন্যদের অগোচরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি ওই ছাত্রী স্কুলের এক সহকারী শিক্ষিকাকে জানালে তিনি তা প্রধান শিক্ষককে জানান; এবং প্রধান শিক্ষক তাৎক্ষণিক তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফোনে অবহিত করেন। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে তার অভিভাবকদেরও বিষয়টি জানায়।
প্রধান শিক্ষক সাব্বির হোসেন বলেন, আমি ছাত্রীর কাছ থেকে ঘটনাটি মৌখিকভাবে শুনে লিখিতভাবে তা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। শ্রীধাম এর আগেও একাধিকবার ধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রধান শিক্ষক জানান।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুজ্জামান মিনা বলেন, দপ্তরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা অফিসারকে লিখিতভাবে জানিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে শ্রীধাম বালা অভিযোগ অস্বীকার করে বলেন, অসাবধানতাবশত ওই ছাত্রীর গায়ে হাত লাগতে পারে। তবে আমি ইচ্ছাকৃতভাবে হাত দেয়নি। কিছু লোক শত্রæতাবশতঃ আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করছে।
কাশিয়ানী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান বলেন, আমি অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। দপ্তরি তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।