January 21, 2025
জাতীয়

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলের তিন ছাত্র নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানান।

নিহতরা হলেন কাশিয়ানীর জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), দশম শ্রেণির শিক্ষার্থী হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫) ও দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)। আহত দশম শ্রেণিরিআরেক ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহানকে (১৫) ফরিদপুর পাঠানো হয়েছে।

এসআই রতন বরৈাগী জানান, জয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসেন এই চার বন্ধু। অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেলে তারা স্কুল থেকে ব্যাসপুরের উদ্দেশে রওনা দেন। পথে বিশ্বনাথপুর রেল ক্রোসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

কাশিয়ানী থানার এসআই আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা চারজনকে উদ্ধার করে কাশিয়ানী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মো. সোহানকে আশংকাজনকজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মো. ইকবাল খান তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *