January 18, 2025
জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

দক্ষিণাঞ্চল ডেস্ক

গোপালগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের এক সুবেদারসহ চার বাসযাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোররাতে সদর উপজেলার সোনাশুর নামে স্থানে ঢাকা-খুলানা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত সুবেদার আব্দুর রশিদ (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার রাজল²ী গ্রামের নারায়ন হাওলাদারের ছেলে বিজন হাওলাদার (২৩), একই উপজেলার পাতিলাখালী গ্রামের নূর ইসলামের ছেলে রাসেল (২২) এবং ছোট আমতলী গ্রামের দশরত মন্ডলের ছেলে কমল মন্ডল (২৪)। ভাঙ্গা হাইাওয়ে থানার ওসি আতাউর রহমান পুলিশের সুবেদারসহ চার বাসযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, চাকা পাংচার হয়ে রডবোঝাই একটি ট্রাক সোনাশুরে হাইওয়ের পাশে  দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি নৈশ কোচ ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটিই দুমড়ে মুচড়ে যায়।

বাসের ৩ যাত্রী নিহত ঘটনাস্থলেই মারা যান। সুবেদার রশিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ১৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে খুলনা পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আতাউর।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *