গোপালগঞ্জে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠ থেকে তারা তাদের লাশ উদ্ধার করেন। নিহত ফিরোজ মোলা (৪০) উপজেলার চর পিঙ্গলিয়া গ্রামের আলেব মোলার ছেলে।
ওসি আজিজুর বলেন, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি। এ ঘটনায় কাশিয়ানী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি আজিজুর রহমান।