November 29, 2024
জাতীয়

গেল অর্থবছরে সরকারি গাড়ির খরচ ১১১ কোটি টাকা

দক্ষিণাঞ্চল ডেস্ক

গত অর্থবছরে সরকারি যানবাহন চালনা বাবদ ১১১ কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সোমবার সংসদে এক প্রশ্নে জানান, সরকারি পরিবহনগুলোর যানবাহন চালনা বাবদ ২০১৮-১৯ অর্থবছরে মোট ১১১ কোটি ২৩ লাখ টাকা খরচ হয়েছে।

নির্ধারিত সিলিংয়ের মধ্যে জ্বালানি ব্যয় সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কাজ পরিদর্শনে সরকারি যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য সরকারি কর্মচারীদের উৎসাহিত করা হচ্ছে।

ঢাকার বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ৮২টি। প্রতিমন্ত্রী আরও বলেন, গত বছর সরকারি চাকরিতে ৮৮ হাজারের বেশি নতুন পদ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তরে ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সন্মতি দিয়েছে। এ সময়ে নবম থেকে ২০তম গ্রেডে ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

আদালতে মামলা থাকা, নিয়োগবিধি কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতি যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ যথাসময়ে পূরণ করা যায় না বলেও জানান তিনি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *