December 22, 2024
খেলাধুলা

গেমসে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণ এনে দিলেন অন্তরা

এসএ গেমসে বাংলাদেশের হয়ে চতুর্থ স্বর্ণ পদক জিতেছেন হুমায়রা আক্তার অন্তরা।
ললিতপুরের নেপাল কারাতে একাডেমীতে অনুষ্ঠিত কুমিত ইভেন্টে অনূর্ধ্ব ৬১ কেজি ওজন শ্রেনীতে আজ স্বর্ণ পদক জয় করেন অন্তরা।
ফাইনালে অন্তরা ৫-২ পয়েন্টে স্বাগতিক নেপালের অনু গুরুংকে হারিয়ে বাংলাদেশের জন্য চতুর্থ স্বর্ণ পদক জয় করেন।
এর আগে সেমিফাইনালে পাকিস্তানের গুল নাজকে ৪-০ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন দেশের কৃতি এ মহিলা ক্রীড়াবিদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গেমসের তৃতীয় দিন আজ তিনটি স্বর্ণ পদক জয় করেছে, যার সবগুলোই কারাতে ইভেন্ট থেকে।
আজ সকালে দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন আল আমিন। কারাতে ইভেন্টে পুরুষ এককে অনূর্ধ্ব ৬০ কেজি ওজন শ্রেনীতে স্বর্ন পদক জয় করেন। দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন মারজান আক্তার পিয়া। মহিলাদের কুমিত কারাতে ৫৫ কেজি ওজন শ্রেনীর ফাইনালে পাকিস্তানের কাওসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক জয় করেন পিয়া।
এর আগে গতকাল সোমবার মহিলা এককের কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতে গেমসে বাংলাদেশকে প্রথম পদক জয়ের স্বাদ দেন অন্তরা।
এর আগে গতকাল তায়কোয়ানদো ইভেন্ট থেকে বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণ পদক জয় করেছেন দিপু চাকমা। ২৯ বছরোর্ধ ক্যাটাগরিতে সোনা জিতেছেন তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *