গেণ্ডারিয়া আ. লীগের দুই নেতার বাসায় ‘বিপুল টাকা, সোনা’
ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা পাওয়ার তথ্য জানিয়েছে র্যাব।
এ বাহিনীর মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগদ পাওয়া গেছে অন্তত ১ কোটি পাঁচ লাখ টাকা। স্বর্ণের পরিমাণ আনুমানিক ৭৩০ ভরি। সব হিসাব শেষ করে আমরা বিস্তারিত জানাবো।
র্যাবের একজন কর্মকর্তা জানান, বানিয়ানগর মুরগিটোলায় দয়ারগঞ্জ নতুন রাস্তা ছয়তলা ওই ভবনের দোতলায় রুপন এবং পাঁচতলায় এনামুলের বাসা।
একটি ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসায় সোমবার রাত থেকে ওই এলাকায় র্যাবের অভিযান শুরু হয়।
সুত্রঃ বিডি নিউজ ২৪