January 8, 2025
আঞ্চলিক

‘গেট ইন দ্যা রিং’র খুলনা বিভাগীয় বাছাইপর্ব অনুষ্ঠিত

দ: প্রতিবেদক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ফ্রিডরিচ নওমান ফাউন্ডেশন (এফএনএফ) তৃতীয়বারের মতো তরুণদের আনলক করার বৃহত্তম প্ল্যাটফর্ম গ্লোবাল স্টার্টআপ প্রতিযোগিতা, ‘গেট ইন দ্য রিং’ আয়োজন করছে। অলিম্পিক হিসেবে পরিচিত এই প্রতিযোগিতাটি এবার বিভাগীয় পর্যায়ে বিভাগ করা হয়েছে যার মাধ্যমে বিভাগীয় অংশগ্রহণকারীরা সহজেই বিভাগীয় বাছাই পর্বে অংশ নিতে পারবেন।

তারই ধারাবাহিকতায় গত শুক্রবার ‘গেট ইন দ্যা রিং’ প্রতিযোগীতার খুলনা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাই পর্বটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং ভবনের ইউআরপি বক্তৃতা থিয়েটারে অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে ২৫টি দল অংশ নেয়। এর মধ্যে জাতীয় পর্যায়ের জন্য ইজি ডোর, ইজি লিংক ও ফ্যাশান হাউজ নামে তিনটি আইডিয়া নির্বাচিত হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নর্থ ওয়েস্টার্ণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ আনিসুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় এর সহকারী অধ্যাপক বায়েজিদ খান, ফ্রিডরিচ নওমান ফাউন্ডেশন অফ ফ্রিডম এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ওমর মোস্তাফিজ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব হাবিবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী মাসুদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোঃ শরীফ হাসান লিমন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক কাজী শাইফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন রায়, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার আবদুল­াহ আল ফরহাদ।

খুলনা বিভাগীয় বাছাইপর্বের অনুষ্ঠান আয়োজনের সহায়ক লোকাল পার্টনার হিসেবে ছিলো ‘আয়না-একটি সামাজিক সংগঠন’ এবং আঞ্চলিক সমন্বয়ক গাজী শাদমান ইকতেদার।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *