December 22, 2024
খেলাধুলা

গেইলদের খেলা দেখতে কানাডা থেকে ম্যানচেস্টারে!

 

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ৩৪তম ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান ক্যারিবীয়দের। ভারতের বিপক্ষে গতকাল বৃহস্পতিবার হারলেই বিদায় নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের। এমনই এক সমীকরণকে সামনে রেখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে খেলতে নামল ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ক্রিস গেইলদের খেলা দেখতে কানাডার টরোন্টো থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হাজির হয়েছেন এক ভক্ত। খেলা দেখতে এসে ক্রিস গেইলের সঙ্গে ছবিও তুলেছেন। নিজের জন্মদিন উপলক্ষে দলকে সমর্থন যোগাতে দীর্ঘপথ পাড়ি দিয়ে হাজির হন ওই ভক্ত।

এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ভারত জয় পেয়েছে মোট ৫ বার আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩ বার। এবার দেখার বিষয় ইংল্যান্ড বিশ্বকাপে ভারতকে হারাতে পারে কিনা ওয়েস্ট ইন্ডিজ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *