গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আইনজীবী গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
বরগুনার বেতাগী উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক আইনজীবী গ্রেপ্তার হয়েছেন। বেতাগী থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সেলিম হোসেন নামে এই আইনজীবীকে তারা গ্রেপ্তার করেন। সেলিম সদর উপজেলার কাজিরাবাদ গ্রামের বাসিন্দা।
ওসি কামরুজ্জামান মামলার নথির বরাতে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কাজিরাবাদ এলাকার ওই গৃহবধূ বাসায় একা ছিলেন। এ সময় আইনজীবী সেলিম তার ঘরে ঢুকে ধর্ষণ করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে সেলিম তাদের সামনে দিয়ে চলে যান। রাতেই গৃহবধূ বেতাগী থানায় মামলা করেন। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে সেলিমকে গ্রেপ্তার করে। বিকাল ৩টার দিকে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।