গুজব প্রতিরোধে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ
তথ্য বিবরণী
খুলনা জেলা তথ্য অফিসের আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন কর্মসূচির আওতায় গুজব প্রতিরোধে গতকাল বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসের উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে গুজবে কান না দিয়ে তা প্রতিরোধ করাসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শেখ হাসিনা বিশেষ দশ উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন সরদার।
প্রসঙ্গত, খুলনা জেলা তথ্য অফিস এই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠকসহ অন্যান্য প্রচার কাজ বাস্তবায়ন করছে।