গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কেএমপি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল। গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো গুরুতর ফৌজদারী অপরাধ। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না।’
আর জানানো হয়, ‘গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। যে কোন জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করুন।’